List of Upazila in Shariatpur District, Dhaka Division

ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগণার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। বাংলাদেশের মুক্তির সংগ্রামে শরীয়তপুরবাসীর ভূমিকাও উল্লেখযোগ্য। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অন্তর্ভূক্ত ছিল। ১৯৭৭ সালের ৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর নামানুসারে শরীয়তপুর  নামকরণ করা হয়। ১৯৮৪ সালে শরীয়তপুর জেলায় উন্নীত হয়।
 

  
 
List of Upazila in Shariatpur District, Dhaka Division
ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার উপজেলা সমূহঃ

 1. Shariatpur Sadar Upazila (শরীয়তপুর সদর উপজেলা)
2. Bhedarganj Upazila (ভেদরগঞ্জ উপজেলা)
3. Damuddya Upazila (ডামুড্যা উপজেলা)
4. Goshairhat Upazila (গোসাইরহাট উপজেলা)
5. Naria Upazila (নড়িয়া উপজেলা)
6. Janjira Upazila (জাঁজিরা উপজেলা)
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clicky