কয়রা উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। ১৭৭৫.৪১ কিলোমিটার আয়তন নিয়ে এটি বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা (১৯৬৮.২৪ কিলোমিটার, শ্যামনগর ১ম)৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দক্ষিণের জনপদটি বর্তমানে অনেক এগিয়ে যাচ্ছে।শিক্ষার হার বাড়ার সাথে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন থাকায় অর্থনৈতিক সমৃদ্ধতা ও আসছে কয়রায়। কয়রার প্রজন্মেরা দেশ ও দেশের বাইরে সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে। বর্তমানে সরকারের উদ্যোগে কয়রা বড় পর্যটন কেন্দ্রে রুপ লাভ করতে যাচ্ছে।
কয়রা উপজেলা খুলনার সবচেয়ে দক্ষিণের একমাত্র উপজেলা। কয়রা থানা গঠিত হয় ১৯৮০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। কয়রা থানা গঠন করে তৎকালীন প্রধানমন্ত্রী হুসাইন মোহাম্মাদ এরশাদ।
কয়রায় রয়েছে ৭টি ইউনিয়ন, ৭২টি মৌজা/মহল্লা এবং ১৩১ টি গ্রাম।
কয়রার ৭ টি ইউনিয়নের নাম নিচে দেয়া হল:
1. Amadi Union (আমাদী ইউনিয়ন)
2. Bagali Union (বাগালী ইউনিয়ন)
3. Maheshwaripur Union (মহেশ্বরীপুর ইউনিয়ন)
4. Maharajpur Union (মহারাজপুর ইউনিয়ন)
5. Koyra Union (কয়রা ইউনিয়ন)
6. Uttar Bedkashi Union (উত্তর বেদকাশী ইউনিয়ন)
7. Dakshin Bedkashi Union (দক্ষিণ বেদকাশী ইউনিয়ন)
2. Bagali Union (বাগালী ইউনিয়ন)
3. Maheshwaripur Union (মহেশ্বরীপুর ইউনিয়ন)
4. Maharajpur Union (মহারাজপুর ইউনিয়ন)
5. Koyra Union (কয়রা ইউনিয়ন)
6. Uttar Bedkashi Union (উত্তর বেদকাশী ইউনিয়ন)
7. Dakshin Bedkashi Union (দক্ষিণ বেদকাশী ইউনিয়ন)