List of Upazilas and Union in Gazipur District & Gazipur City Corporation

সীমানাঃ উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ইউনিয়নের উত্তর এবং পূর্বে শ্রীপুর উপজেলা দক্ষিণে গাজীপুর সিটিকর্পোরেশনের ২২ ও ২৩ নং ওয়ার্ড পশ্চিমে কালিয়াকৈর উপজেলা। বাড়িয়া ইউনিয়নের উত্তরে শ্রীপুর পূর্বে কালীগঞ্জ, দক্ষিণে উত্তরা থানা, পশ্চিমে গাজীপুর সিটিকর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড।
আয়তনঃ ১৪১.১৯ বঃকিঃমিঃ
জনসংখ্যা মোটঃ ১,৯৪,২৯৭জন(২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)
পুরুষ- ১,০১,৬৩৮জন
নারী- ৯২৬৫৯জন
জনসংখ্যার ঘনত্বঃ ১২১১ জন(প্রতি বর্গ কিলোমিটার )
ইউনিয়নের সংখ্যাঃ ০৪টি
মৌজার সংখ্যাঃ ৯টি
মোট গ্রামঃ ২৬১টি

এক নজরে গাজীপুর জেলা উপজেলা ও ইউনিয়ন :
গাজীপুর জেলার ০৫টি উপজেলা রয়েছে :
১। গাজীপুর সদর উপজেলা
২। কালিয়াকৈর উপজেলা
৩। শ্রীপুর উপজেলা
৪। কাপাসিয়া উপজেলা
৫। কালীগঞ্জ উপজেলা

Gazipur District 3 Paurashava
1. Kaliganj
2. Sreepur
3. Kaliakair

1. গাজীপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ:

মির্জাপুর

বাড়ীয়া
ভাওয়াল গড়
পিড়ুজালী

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ইউনিয়ন ৩ টি গাজীপুর জেলার উত্তর পশ্চিমে এবং বাড়িয়া ইউনিয়নটি জেলার পূর্বে অবস্থিত।

2. কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ:

ফুলবাড়ীয়া

চাপাইর

বোয়ালী

মৌচাক

শ্রীফলতলী

সূত্রাপুর

আটাবহ

মধ্যপাড়া

ঢালজোড়া


3. শ্রীপুর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ:

মাওনা

গাজীপুর

তেলিহাটী

বরমী

কাওরাইদ

গোসিংগা

রাজাবাড়ী

প্রহলাদপুর


4. কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ:

সিংহশ্রী

রায়েদ

টোক

বারিষাব

ঘাগটিয়া

সনমানিয়া

কড়িহাতা

তরগাঁও

কাপাসিয়া

চাঁদপুর

দূর্গাপুর



5. কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ:

তুমুলিয়া

মোক্তারপুর

নাগরী

বক্তারপুর

জাঙ্গালিয়া

বাহাদুরশাদী

জামালপুর




এক নজরে গাজীপুর সিটি কর্পোরেশন
গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার। গাজীপুর সিটি করপোরেশনের উত্তরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন, পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহল্বাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও দামসোনা ইউনিয়ন অবস্থিত। গাজীপুর সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় 65 লাখ। ৫৭ টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। দেশ এর প্রায় ৭৫% গার্মেন্টস্ শিল্প এই অঞ্চলে অবস্থিত।


গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক ইউনিট

অঞ্চল সমূহ.

ওয়ার্ড

অঞ্চলের নাম

এরিয়া (Sq.km)

৪৩-৫৭

টঙ্গী

৩২.৩৬

৩৯-৪২

পুবাইল

৪৯.০০

৩২-৩৮

গাছা

২৮.৬৮

২৪-৩১

গাজীপুর

৪৮.৫০

১৯-২৩

কাউলতিয়া

৬৯.৮৮

১৩-১৮

বাসন

২৮.৬৬

০৭-১২

কোনাবাড়ি

২২.১৫

০১-০৬

কাশিমপুর

৫০.৩০

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clicky